
পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে সিলেটের ওসমানীনগর থানায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা, র্যাফল ড্র ও নৈশভোজ।
রোববার (২১ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন শিল্পীরা। এরপর লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে পুলিশ সদস্যদের সঙ্গে নৈশভোজে অংশ নেন পুলিশ সুপার।