
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে এতিম, অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ পলিটেকনিক্যাল হল্ট, তুলাতলি বাবে রহমত বালিকা এতিমখানায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আ স ম মাহতাব উদ্দিন পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া বিপিএম; উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।