সিএমপির হালিশহর থানার অভিযানে উদ্ধারকৃত স্বর্ণালংকার ও গ্রেপ্তার দুজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হালিশহর থানার অভিযানে চুরি যাওয়া ১০ ভরি ১৪ আনা ২ রতি স্বর্ণালংকারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার যশোর জেলার কোতোয়ালি থানার বাউলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত শাহনাজ বেগম নূপুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নূপুরের দেওয়া তথ্য অনুযায়ী এজাহারভুক্ত রুনা আক্তারকে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃতদের দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে, নগরীর আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে বাদীর চুরি যাওয়া ১০ ভরি ১৪ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।