সিলেট জেলার গোয়াইনঘাট থানা-পুলিশ অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
গোয়াইনঘাট থানা-পুলিশের একটি আভিযানিক দল ১৫ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে গুরকচি এলাকা থেকে মো. মানিক মিয়া (২৫) ও সাইফুর রহমান (২৫) নামের দুজন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাঁদের হেফাজত থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।