পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগ।

রোববার (১৪ জানুয়ারি) নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ওভারব্রিজ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মোহাম্মদ আলী, মো. সোহেল, মো. রুবেল, মো. বেলাল ও মো. সোহাগ।

সিএমপি ডিবির (বন্দর ও পশ্চিম) উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আলী হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।