পুলিশি হেফাজতে জব্দ করা ট্রাক ও ফেনসিডিল। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার সদস্যরা ৫০ বোতল ফেনসিডিল এবং একটি ট্রাক জব্দ করেছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস পয়েন্ট থেকে এসব ফেনসিডিল ও ট্রাক জব্দ করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাংশু কুমার দে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখেই পালিয়ে যান চালক ও তাঁর সহযোগীরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৫০ বোতল ফেনসিডিল। আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।