বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অভিযানে দুই হাজার ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিভি টাওয়ার-সংলগ্ন উখিয়া-টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশমুখে পাকা রাস্তার ওপর বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়েজ উদ্দিনের (২১) কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধারের পাশাপাশি একটি পুরাতন সাদা রঙের নোয়াহ গাড়িও উদ্ধার করা হয়েছে। তাঁর নামে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।