কুমিল্লার কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বুধবার (১০ জানুয়ারি) কোতোয়ালি থানাধীন পাঁচথুবী ইউনিয়নের ধনঞ্জয় এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রাহিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আসামি নাহিদুল ইসলাম সাজ্জাদ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।