চাঁপাইনবাবগঞ্জে জেসমিনকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার চারজন ও উদ্ধারকৃত আলামত। ছবি: পুলিশ নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে চাঞ্চল্যকর স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহাডাঙ্গা গ্রামের ঢাবা মাঠে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করে মরদেহ পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত হোতা মো. শরিফুল ইসলাম, সহায়তাকারী মোসাম্মৎ পারভীন, মোসাম্মৎ আয়েশা বেগম ও মোসাম্মৎ লেতুন জেরাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে আসামিদের জিজ্ঞাসাবাদে তাঁদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি স্বেচ্ছায় আদালতে নিজেকে জড়িয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দি থেকে জানা যায়, আসামিরা সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করেন। হত্যা পরবর্তী তাঁকে যেন কেউ চিনতে না পারে, সে জন্য আলামত বিনষ্ট করার জন্য তাঁকে পেট্রল দিয়ে পুড়িয়ে দেন আসামিরা।