সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের অভিযানে ৬৭টি মোবাইল ফোন, চারটি ট্যাবসহ চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার (৪ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টে মোবাইল মার্কেটের একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন জেলার জগন্নাথপুর থানা এলাকার মামুনুর রশিদ (৩৩) ও দোয়ারাবাজার থানা এলাকার এমরান আহমদ (৩১), সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকার জাকের আহমদ রাজু (৩৩) এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা এলাকার আলমগীর হোসেন (৩৫) ও মোজাক্কির মিয়া (৩২)।
জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধর জানান, জগন্নাথপুর থানায় মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, মোবাইল সার্ভিসিংয়ের আড়ালে দীর্ঘ দিন ধরে চোরাই ফোন কেনাবেচা করে আসছিলেন আসামিরা। চক্রের একটি দল মোবাইল চুরি করত। আরেক দল চোরাই ফোন দোকানে সরবরাহ করত। এরপর অসাধু ব্যবসায়ীরা ফোনের যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন।