পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতারণা ও ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে ৩ লাখ টাকা, ১৯টি সিম কার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গত মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সোহান মীর ওরফে সোহাগের (৩৩) বাড়ি মাগুরার শ্রীপুর থানা এলাকায়। প্রতারক চক্রে যোগ দেওয়ার আগে রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।

সিএমপি ডিবির (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ আলী হোসেন জানান, জব্দ করা সিম কার্ড দিয়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট নিবন্ধন করা আছে। এসব সিম কার্ড ও ফোন ব্যবহার করে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন আসামি।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাতে এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতারক চক্রের হোতা। জব্দ করা ফোন ও সিম কার্ড ব্যবহার করে দিনে আড়াই থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিত তাঁর অধীনস্থ চক্রটি। এ ছাড়া ক্রেডিট কার্ড জালিয়াতি করেও টাকা হাতিয়ে নিতেন আসামি। বিভিন্ন জেলায় অর্ধশতাধিক প্রতারক তাঁর অধীনে কাজ করে।

উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।