
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব এবং দুটি নতুন স্কুল বাসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলবাসের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করা হয়।
আরএমপি কমিশনার বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠানে ১ হাজার ৮০০ শিক্ষার্থী আছে। এই শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব কোনো পরিবহনব্যবস্থা ছিল না। যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো। সার্বিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে স্কুলবাস দুটি চালু করা হলো। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের অভিভাবকেরা অনেকটা দুশ্চিন্তামুক্ত হতে পারবেন।
আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. রশীদুল হাসান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মাওলা এবং অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।