পুলিশের হেফাজতে আসামি শাহিনুর ইসলাম। ছবি: বাংলাদেশ পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরের গহিন পাহাড়ে চালক হাকিমকে হত্যার পর মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আরেক আসামি শাহিনুর ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদে আসামি শাহিনুর জানান, তিনিসহ তাঁর সহযোগী বিনয় সরকার এবং রুবেল ভিকটিমের মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে তাঁকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকায় নিয়ে তাঁরা মদপান করেন। পরে হাকিমকে ডাহাপাড়া পাহাড়ে নিয়ে জিআই তার গলায় পেঁচিয়ে হত্যা করেন তাঁরা।

গত সোমবার দুপুরে শাহিনুরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এই হত্যাকাণ্ডের ৪ মাস পর গত রোববার সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি বাসস্ট্যান্ড এলাকা থেকে আসামি শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহিনুর দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইপাড়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের গত ৯ আগস্ট দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাহাড়ি সীমান্তের দাহাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলচালক হাকিম মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আলাল মিয়া বাদী হয়ে বিনয় সাহা ও শাহিনুর ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, ১ আগস্ট রাতে মোটরসাইকেল নিয়ে পূর্বধলার নাটেরকোনা গ্রামের নিজ বাড়ি থেকে বের হওয়ার পরে নিখোঁজ হয় মোটরসাইকেলচালক হাকিম মিয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

নিখোঁজ হওয়ার সেই জিডির পর বিভিন্ন সূত্র ধরে ৮ আগস্ট দুর্গাপুরের বিরিশিরি এলাকা থেকে বিনয় সাহা নামের একজনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা-পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যমতে ৯ আগস্ট সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাহাড়ি সীমান্তবর্তী দাহাপাড়া গ্রামের গহিন পাহাড় থেকে চালক হাকিম মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার দুই নম্বর আসামি শাহিনুরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।