
সিলেটের জৈন্তাপুর মডেল থানা-পুলিশের আলাদা দুটি অভিযানে ৯৮০ কেজি ভারতীয় চিনি ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ফতেপুর ইউনিয়নের করিচের পুল ব্রিজ-সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের ওপর থেকে ২০ বস্তা ভারতীয় চিনি তথা ৯৮০ কেজি চিনিসহ একটি ডিআই গাড়ি আটক করে।
অন্যদিকে সিলেট মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে বন্দর বাজারস্হ কামরান চত্বর থেকে দুপুর ১২টা ৫ মিনিটে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।