১০ এপিবিএন বরিশালে ৫৬তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের খণ্ডচিত্র। কোলাজ: পুলিশ নিউজ

পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ এপিবিএন বরিশালের প্যারেড গ্রাউন্ডে সোমবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৫৬তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন হাইওয়ে পুলিশপ্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। প্রধান অতিথিকে অভিবাদন জানান ১০ এপিবিএন বরিশালের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে অতিথি বলেন, ‘একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইনশৃঙ্খলা সমুন্নত রাখা। পুলিশ ট্রেনিং সেন্টার খুলনার সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র ১০ এপিবিএন বরিশালে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে আজ তোমরা ৩৪৬ জন প্রশিক্ষণার্থী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হতে চলেছো। রাষ্ট্রীয় শান্তিশৃঙ্খলা বজায় রাখার মতো মহান দায়িত্ব আজ অর্পণ করা হচ্ছে তোমাদের ওপর। আমি আশা করি তোমরা এ কঠিন দায়িত্ব প্রচলিত আইনের সহায়তা নিয়েই পালন করবে।’

ওই সময় তিনি আরও বলেন, ‘অবাধ তথ্যপ্রবাহ ও প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে বর্তমান সরকার পুলিশ বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী দক্ষ ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সনাতনী প্রশিক্ষণে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন আঙ্গিকে মডিউলভিত্তিক প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি এইরূপ উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে নবীন সদস্যরা জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সক্ষম হবে। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অবদান রাখার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলায় সচেষ্ট হবে।’

কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক ও কাপ বিতরণ করেন। পরবর্তী সময়ে কুচকাওয়াজ শেষে অতিথি টিআরসিদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময়, কেক কাটার মাধ্যমে অতিথিদের আপ্যায়ন, কোম্পানি অনুযায়ী প্রধান অতিথির সঙ্গে ফটোসেশন, বৃক্ষরোপণ, টিআরসিদের মাঝে সনদপত্র ও স্যুভেনির বিতরণ।

পরিশেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের অভিভাবকদের নিয়েও ফটোসেশন করেন প্রধান অতিথি।

কুচকাওয়াজে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান বিপিএম-সেবা, পিপিএম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বারসহ অনেকে।