৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট (অস্থায়ী হেডকোয়ার্টার্স, খাগড়াছড়ি) অভিযান চালিয়ে
আমদানিনিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে।
৭ এপিবিএনের একটি টিম ২২ অক্টোবর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার হ্যাডম্যানপাড়া, পেরাছড়া এলাকার জনৈক রনি চাকমার বসতঘর থেকে নলেজ চাকমা (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করে।
পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে লাল রঙের (Mond Strawberry) লেখা মোট ৪৫০ কার্টন সিগারেট, সবুজ রঙের (Mond Green Apple) লেখা মোট ২০০ কার্টন সিগারেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
জব্দ করা আলামতের বাজার মূল্য আনুমানিক ২৬ লক্ষ টাকা।
এ ঘটনায খাগড়াছড়ি সদর থানায় ধৃত ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন।