পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা দেশি অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে নাটোরের বড়াইগ্রাম থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দেশি অস্ত্র ও ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নাটোরের বড়াইগ্রাম থানাধীন রাজাপুর সংলগ্ন রাজশাহী-পাবনা আঞ্চলিক মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সাদ্দাম ওরফে তুষারের (৩০) বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বড়াইগ্রাম থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এক পর্যায়ে একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। এ সময় ট্রাক থেকে নেমে বেশ কয়েকজন পালিয়ে যান। তবে দেশি অস্ত্র ও ট্রাকসহ আসামি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির উদ্দেশ্যে ট্রাক নিয়ে পাবনায় যাওয়ার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।