নাগেশ্বরী থানা-পুলিশের হেফাজতে মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে ২০২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি ওসমানকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা-পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন আশারমোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, নাগেশ্বরী থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী পৌরসভাধীন আশারমোড় নামক স্থানে সড়কের ওপর থেকে ছোটখাটামারীর এলাকার ওসমান গনিকে ২০২ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানগাড়িসহ গ্রেপ্তার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলায় মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।