বান্দরবানে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (২ এপিবিএন) তৎপরতায় চার দিনের মধ্যে নিখোঁজ এক কিশোরীকে (১৭) উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া থেকে ৯ অক্টোবর (সোমবার) নিখোঁজ হয় ওই কিশোরী। ১২ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়।
২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান জানান, চট্টগ্রামের সাতকানিয়া থানায় এক কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়ে ৯ অক্টোবর (সোমবার) সাধারণ ডায়েরি (জিডি) হয়। এরপর বান্দরবানের মেঘলায় ২ এপিবিএনের রিয়ার হেডকোয়ার্টার্সের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাত পৌনে ২টার দিকে বান্দরবান সদর থানার চেইঙ্গা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।