চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৪ অক্টোবর) বন্দর থানা এলাকা থেকে আসামি আসামি মো. ইলিয়াস ওরফে বাদশাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলায় ছয় মাসের কারাদণ্ড হয়েছিল ইলিয়াসের। এরপর তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।