বরিশাল সদর নৌ থানা-পুলিশের অভিযানে লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সমুদ্র উপকূলে অবৈধ জালবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, বরিশাল সদর নৌ থানার ইনচার্জ সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য ৩২ লাখ ৫৫ হাজার টাকা।
এছাড়া অভিযানকালে ৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ করা জাটকার আনুমানিক মূল্য ২ হাজার ৪০০ টাকা। অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।