মানিকগঞ্জ ডিবির হেফাজতে গ্রেপ্তার ৩ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। রোববার (১ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানার বান্দুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ সদর থানার পশ্চিম সেওতা এলাকার হযরত আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৩৪), বেথিলা চরের মৃত রুহুল আমীনের ছেলে কামরুল হাসান (৪২) ও পশ্চিম বান্দুটিয়ার মৃত আকবর খানের ছেলে নাছির উদ্দিন (৫০)।

জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) নির্দেশনায় জেলা ডিবির ইনচার্জ, পুলিশ পরিদর্শক আবুল কালামের তত্ত্বাবধানে একটি দল এসআই মাহবুব আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে বান্দুটিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।