সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১১ বস্তা ভারতীয় চিনি ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে।
দোয়ারাবাজার থানাপুলিশের একটি টিম ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার ইউনিয়নের সামনে অভিযান চালিয়ে অটোরিকশাসহ ওই দুই চোরাকারবারিকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে ১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়, যার ওজন ৫৫০ কেজি।
গ্রেপ্তাররা হলেন-মো. রফিক মিয়া (৩৪) ও মো. মহসীন মিয়া (১৯)।
উদ্ধার চিনির আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।
ভারত থেকে চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে এসব চিনির বস্তা আমায় গ্রেপ্তার দুই চোরাকারবারির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।