পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পালসার মোটরসাইকেল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা মৌলভীবাজার মোড় এলাকা থেকে আসামি মোহাম্মদ আবরার আলী চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

ডিবির (উত্তর ও দক্ষিণ) উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ আবরারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করতেন তিনি।

আসামির বিরুদ্ধে চান্দগাঁও থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করেছে পুলিশ।