পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজবাড়ী সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি টিম সদর থানাধীন দাদসী ইউনিয়নের আগমারাই এলাকার মাদক কারবারি মো. তৌহিদ তফাদারের (৪২) বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় নিয়মিত মামলা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।