সুনামগঞ্জের ছাতক উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় ছাতক পৌরসভার বাঁশখলার পেপার মিল এলাকার কবরস্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাঁশখলা এলাকার আকবর আলীর ছেলে আবুল কাশেম (৩৩)।
জানা যায়, ছাতক থানা এলাকায় এসআই নাজমুল হাসান শেখ ও এএসআই শরিফুল ইসলাম টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় দলের সক্রিয় সদস্য আবুল কাশেমকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ১২-১৩ জন ডাকাত সদস্য কিছু দেশীয় অস্ত্রশস্ত্র ফেলে দৌড়ে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি করে ৩টি রামদা, ১টি ছোড়া, ফ্রেমযুক্ত হেক্সো ব্লেড ১টি, রশি, লোহার শাবল ২টি, চায়নিজ কুড়াল ১টি, একটি গামছা জব্দ করা হয়। এ বিষয়ে ছাতক থানায় মামলা করা হয়েছে।