
রাজধানীতে চুরির সরঞ্জামসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সবুজ সিকদার, মো. মেহেদী ও আশরাফুল হায়দার চৌধুরী।
গতকাল রোববার রাতে মিরপুর মডেল থানার বিভিন্ন স্থান ও সাভার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ৪৫ হাজার টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম-বার ডিএমপি নিউজকে জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত তিনজনসহ তাদের পাঁচজনের একটি দল আছে। তারা সবাই মাদকসেবী। মাদকের টাকা জোগানোর জন্য চুরি করত। এভাবে তারা অর্ধশতাধিক চুরি করেছে বলে স্বীকার করেছে।