
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশাল।
রোববার (১৭ সেপ্টেম্বর) এসব ফোন হস্তান্তর করেন ১০ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।
১০ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
১০ এপিবিএনের অধিনায়ক জানান, মোবাইল ফোন হারানোর ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় এসব ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।