পুলিশের হেফাজতে গ্রেপ্তার ছোটন। ছবি: বাংলাদেশ পুলিশ।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রুবেল (২৭) নামে এক চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুলতান আহমেদ ছোটন (২৮) নামের ওই যুবককে স্থানীয়রা আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদারবাজার এলাকায় ওই অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রুবেল কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁওয়ের মৃত ফখরুল ইসলামের ছেলে।

আটক সুলতান আহমেদ ছোটন একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার বাসিন্দা।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদার বাজার এলাকায় অটোরিকশা চালানোর সময় ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক রুবেলের পথরোধ করে কয়েকজন। এ সময় তাঁদের সঙ্গে চালক রুবেলের হাতাহাতি হয়। এর একপর্যায়ে তাঁরা ধারালো ছুরি দিয়ে রুবেলের গলা কেটে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে সুলতান আহমেদ ছোটনকে আটক করলেও অপর ছিনতাইকারীরা পালিয়ে যান। উত্তেজিত জনতা সুলতান আহমেদ ছোটনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

অটোরিকশাচালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে গণপিটুনির শিকার ছিনতাইকারীকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ছোটন আজ রোববার আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর পলাতক আসামি কামরুল ইসলামকে (১৮) গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।