রাজধানীতে ১ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১ এপিবিএন) রাজধানীতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামিকে মাদকসহ গ্রেপ্তার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা এলাকা থেকে ১৬ সেপ্টেম্বর (শনিবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. মোস্তফা (৩৬)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৫ কেজি ১৭৫ গ্রাম দেশি মদ উদ্ধার করা হয়।

১ এপিবিএন, উত্তরা, ঢাকা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ এপিবিএনের একটি দল ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে ডিএমপির ভাটারা থানার বারিধারার ঢাকা ওয়াসার পানির পাম্প এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি মো. মোস্তফাকে ৫ কেজি ১৭৫ গ্রাম দেশি মদসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় দুটি এবং গুলশান থানায় দুটি মাদক মামলা রয়েছে। নতুন করে গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।