কিশোরগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে করিমগঞ্জ থানা এলাকায় ১ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার জয়কাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২ মাদক কারবারি হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তারাগান এলাকার দানু মিয়ার ছেলে কবির হোসেন (৪২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পূর্বপাড়া এলাকার মৃত হাজী আরজু মিয়ার ছেলে মাহবুব আলম (৪১)।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই আ. জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বুধবার রাতে জয়কাবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০০ ইয়াবাসহ ওই দুই মাদক কারকারিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।