কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় ৪৮ কেজি গাঁজা ও পিকআপ ভ্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টা ৫ মিনিটে ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার আনুমানিক ১৫০ গজ উত্তরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড়ে চেকপোস্ট স্থাপন করে পুলিশ।
সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকাগামী রেজিস্ট্রেশন নম্বর প্লেটবিহীন একটি ডিআই পিকআপ ট্রাক চেকপোস্টের কাছাকাছি এলে সংকেত দিয়ে থামানো হয়।
ওই সময় ট্রাক থেকে সাইফুল ইসলাম সাগর (২৮) ও মো. বিল্লালকে (১৯) গ্রেপ্তার করা হয়।
ডিবির জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় তাদের দখলে গাঁজা রয়েছে বলে স্বীকার করেন ও তাঁদের নাম-পরিচয় প্রকাশ করেন।
এ ঘটনায় ভৈরব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।