নড়াইল জেলা ডিবি পুলিশের হেফাজতে ২ মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে সদর থানাধীন ভওয়াখালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ২ ব্যক্তি হলেন নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী এলাকার মৃত সাব্বির শেখের ছেলে সাকিব শেখ (২৩) এবং একই উপজেলার সালামাবাদ ইউনিয়নের বিলবাউছ এলাকার সবুর শেখের ছেলে নাজমুল শেখ (৪০)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাতে পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে ও এসআই জয়দেব কুমার বসুর নেতৃত্বে এসআই অপু মিত্র, এসআই ফিরোজ আহমেদ, এএসআই সেলিম মুন্সি, এএসআই নাহিদ নিয়াজসহ ডিবির দল ভওয়াখালীতে অভিযান চালায়। এ সময় জনৈক রেহেনা পারভীনের একটি চারতলা বিল্ডিং ঘেরাও করে ডিবি পুলিশ। পরে সাকিব ও নাজমুল ঘরের দরজা খুলে পালানোর চেষ্টাকালে ডিবি পুলিশের টিম তাঁদের গ্রেপ্তার করে।

তাঁদের শরীর তল্লাশি করে মোট ৫৭০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদক-সংক্রান্তে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, তাঁদের হেফাজতে বিপুল পরিমাণ ইয়াবা রক্ষিত আছে। অতঃপর আসামিদের নিয়ে সাকিব শেখের ভাড়া করা বাসার নিচতলার রুমের মধ্যে রক্ষিত ৮ হাজার ৫২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট তাঁরা নিজেরাই বের করে দেন। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।