ক্রাইম নিউজরেঞ্জ পুলিশঢাকা রেঞ্জরাজবাড়ী জেলা৭ মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার কালুখালী থানার রাজবাড়ী প্রতিনিধি - সেপ্টেম্বর ৮, ২০২৩111রাজবাড়ীর কালুখালী থানার অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজরাজবাড়ীর কালুখালী থানা-পুলিশের অভিযানে সাত মামলায় পরোয়ানাভুক্ত আসামি খান মো. আরিফুল হাবিব মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।ঢাকার লালবাগ থানা এলাকা থেকে মিল্টনকে গ্রেপ্তার করা হয়।আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।