সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা-পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মোল্লাটিকর গ্রামের নূর উদ্দিনের ছেলে সুহেদ আহমদ ইমন, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের হারই মিয়ার ছেলে রাহাদ আহমদ, পৌর এলাকার রণকেলী নুরুপাড়া গ্রামের মো. তাহির আলীর ছেলে জুনেদ আহমদ জুবের, ছিটা ফুলবাড়ি গ্রামের মছির আলীর ছেলে কামরুল ইসলাম যিনি সিআর মামলায় সাজাপ্রাপ্ত, সরস্বতী গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে আইয়ুব আলী, গোটাটিকর গ্রামের প্রমেশ রুদ্র পালের ছেলে সিতাংশু রুদ্র পাল। এর মধ্যে জুনেদ আহমদ জুবেরের বিরুদ্ধে ৩টি ভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।