উদ্ধার করা সিএনজিচালিত অটোরিকশা। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাতিরঝিল থানাধীন মগবাজার অফিসার্স কলোনি থেকে আসামি মো. পলাশ ফরাজী ও মো. আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসান সিদ্দিকী জানান, গ্রেপ্তার আসামিরা সিএনজিচালিত অটোরিকশার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করেন তাঁরা। এরপর অটোরিকশার মালিকদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। মালিক টাকা দিতে রাজি হলে নির্দিষ্ট স্থানে অটোরিকশা রেখে চলে যান। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে অটোরিকশা বিক্রি করে দেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।