এপিবিএনের হেফাজতে উদ্ধার করা সরঞ্জাম। ছবি: বাংলাদেশ পুলিশ।

কক্সবাজারের উখিয়া থানা এলাকায় বেশ কয়েকটি ওয়াকিটকি সেট, ব্যাটারি, অ্যাডাপ্টার ও চার্জার উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নৌকার মাঠ পুলিশ ক্যাম্প।

২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুনের দিকনির্দেশনায় অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কবির হোসেনের নেতৃত্বে একটি টিম রোহিঙ্গা ক্যাম্প-৭ এলাকার বিভিন্ন ব্লকে অভিযান চালানোর সময় গোপন সংবাদ পায়, ক্যাম্প-৭ এর ডি/১ ব্লকে কাঁটাতারের বেষ্টনীসংলগ্ন চলাচলের সড়কে এক ব্যক্তি অবৈধ মালামাল বহন করছেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১৪ এপিবিএনের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি প্লাস্টিকের বস্তা মাটিতে ফেলে রেখে পালিয়ে যান। এরপর বস্তাটি তল্লাশি করে ছোট সাইজের ৮টি ওয়াকিটকি সেট, ১৩টি ব্যাটারি, ৪টি অ্যাডাপ্টার ও ৪টি চার্জার উদ্ধার করে। পরে জিনিসগুলো জব্দ করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়।

উদ্ধার করা পরিত্যক্ত মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।