পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) চৌদ্দগ্রাম থানাধীন গাংরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আবুল কালাম আজাদ (৫৪) ও আব্দুল মালেক (৩৭)।

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হোসেন রায়হান জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।