চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাপুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মিনি ট্রাক, ৩টি গরু ও দুটি গরু বিক্রির ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। আটক করেছে চুরির সঙ্গে জড়িত একজনকে।
জানা গেছে ,আলমডাঙ্গা থিনাধীন আঠারোখাদা গ্রামের আজিজুল হকের ছেলে মো. জিয়াউর রহমান আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন যে, গত ১৪ আগস্ট নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা থেকে মো. নাঈম (মালিক নাবিল এগ্রো) ২/৩ দিন আগে আলমডাঙ্গা থানার বিভিন্ন ব্যাপারির কাছ থেকে ছোট-বড় মোট ৫টি গরু কেনেন, যার সর্বমোট মূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা।
এরপর ১৫ আগস্ট একটি মিনি ট্রাকে (রেজি: নং- ঢাকা মেট্রো-ন-১১-১৯৪২) করে গরুগুলো তাদের মালিকানাধীন নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় অবস্থিত নাবিল এগ্রোতে পাঠানোর সিদ্ধান্ত নেন। একই তারিখ বেলা আনুমানিক সাড়ে ১১টায় গরুবাহী ট্রাকটি গরুসহ নিখোঁজ হয়।
মামলার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম ২০ আগস্ট হতে ২৪ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচটি গরুর মধ্যে ৩টি গরু চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, হাটহাজারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আমানত শাহ এলাকা থেকে উদ্ধার করে। চোরচক্র বাকি দুইটি গরু বিক্রি করে দেয়। গরু বিক্রির ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশের টিম চোরচক্রের এক সদস্য মো. আজমল হোসাইন মাসুদকে (৪৮) আটক করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।