রাজবাড়ীতে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে ১২ আগস্ট (শনিবার) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মো. হান্নান মুন্সি (৩১)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১২ আগস্ট রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবাসহ হান্নানকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়েছে।