কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) সকাল থেকে বুধবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানায়, নাগেশ্বরীতে জিআর পরোয়ানাভুক্ত একজন, ভূরুঙ্গামারীতে একজন ও কচাকাটায় একজন; কুড়িগ্রামে সিআর পরোয়ানাভুক্ত একজন, উলিপুরে একজন, রৌমারীতে তিনজন ও কচাকাটায় একজন; নাগেশ্বরীতে জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন; কুড়িগ্রামে সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন ও উলিপুরে দুজন; নিয়মিত মামলায় কুড়িগ্রামে একজন এবং আগের মামলায় ভূরুঙ্গামারীতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।