ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক (বিপিএম-বার, পিপিএম) স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়। খবর ডিএমপি নিউজের।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ডিএমপির ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসানকে রামপুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ও ডিবি তেজগাঁও বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম এস মিজানুর রহমানকে ওয়ারী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়।