পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি থানার সদস্যরা এক ডাকাতকে গ্রেপ্তার করেছেন। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ২০ হাজার টাকা।

শুক্রবার (২৮ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন আমিরাবাদ এলাকা থেকে আসামি মো. মুসলিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ডাকাতির ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী ছিলেন মুসলিম। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।