
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ আবুল হোসেন, মো. শাহজাহান, ফুল মিয়া, মো. মামুন ও মো. সাইফুলকে গ্রেপ্তার করা হয়।
ওই পাঁচজনের নামে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।