মানব পাচারকারী চক্রের সদস্য মোবারক। ছবি: বাংলাদেশ পুলিশ

সৌদি আরবে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে ঢাকার তেজগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এপিবিএন ১১ (নারী)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোবারক (৫৫)।

নির্যাতনের শিকার হওয়া এক নারীর ছেলের করা মামলায় আজ ২৪ জুলাই সোমবার এপিবিএন ১১ (নারী) মোবারককে গ্রেপ্তার করে। তাঁকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাদী রুবেল প্রামাণিক মামলায় অভিযোগ করেছেন, ঢাকার ইব্রাহিমপুরের বাসিন্দা মোবারক ও গাজীপুরের বাসিন্দা হাজি মফিজ উদ্দিন তাঁর মা মোসাম্মাৎ রহিমাকে বলেছিলেন, রহিমা সৌদি আরবে যেতে চাইলে তাঁরা তাঁকে পাঠাতে পারেন। তাঁরা বলেছিলেন, সৌদি আরবে রহিমাকে সরকারি অফিসে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং মাসে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে। তবে রুবেলের মা রহিমা সৌদি আরবে পৌঁছানোর ১৫ দিন পর মোবাইলের ভিডিও কলে রুবেলকে জানান, কথা অনুযায়ী তাঁকে কোনো কাজ দেওয়া হয়নি বরং তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এরপর রুবেল প্রামাণিক এপিবিএন ১১ এর সহযোগিতায় ঢাকার তেজগাঁও থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন।

অন্য আসামি হাজি মফিজ উদ্দিনকে ধরার জন্য জোর তৎপরতা চলছে।