জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর বাসাবো থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ডেনিস বিজয় ক্রুজ, মো. হাসান মোল্লা, মো. ইউসুফ মিয়া ওরফে সোহেল, মো. বিপ্লব হোসেন দিপু ও মো. সালমান।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের লিডার সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়ি, কাভার্ড ভ্যানসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করা হয়েছে।