
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বরিশালে জুন মাসের ব্যাটালিয়ন আভিযানিক ও সাইবার অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মাল্টিপারপাস ভবনের কনফারেন্স রুমে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা (বিপিএম-সেবা)।
কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা তাঁর বক্তব্যে ‘The Armed Police Battalions Ordinance, 1979’ এর সেকশন ৬ অনুযায়ী আভিযানিক সুযোগে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, চোরাচালান প্রতিরোধে অভিযান, মানব পাচার প্রতিরোধে অভিযান পরিচালনাসহ সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করার নির্দেশ দেন।
সাইবার অপরাধ পর্যালোচনা সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী। সভায় উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) উদ্ধারজনিত কাজ বৃদ্ধির নির্দেশ দেন।
এ ছাড়া ব্যাটালিয়ন আভিযানিক ও সাইবার অপরাধ সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি (বিকিউএম) নাসরিন জাহান, ইন্সপেক্টর শাহ ফয়সাল আহমেদসহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্য পুলিশ সদস্যরা।