উদ্ধার করা ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন খাগড়াছড়ি জেলায় অভিযান চালিয়ে একটি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

খাগড়াছড়ি সদর থানায় করা দুটি জিডির পরিপ্রেক্ষিতে ৭ এপিবিএন, সিলেট (অস্থায়ী হেডকোয়ার্টার্স খাগড়াছড়ি) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) আবুল হাসান মো. যায়ীদের নেতৃত্বে একটি টিম হারানো মোবাইল ফোনের সিডিআর পর্যালোচনার ভিত্তিতে গত ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সদর থানা এলাকায় অভিযান চালিয়ে হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে।

গতকাল ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় এই ইউনিটের অধিনায়ক খো. ফরিদুল ইসলাম উদ্ধার করা
ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।