জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (৭ জুলাই) রাতে নগরীর খুলনা থানাধীন মুন্সিপাড়ার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. মারুফ সরদার (৩০), মো. ইলিয়াছ হোসেন (৩৩), রিফাত হায়াত খান (৩১), মো. সুমন হোসেন (৩৪), মো. শাহীন গাজী (৩১), মো. সম্রাট হোসেন তুরান (৩৪), মো. রুবেল (৩০) ও মো. জাহিদুল ইসলাম (২৬)।

তাঁদের বিরুদ্ধে খুলনা থানায় জুয়া আইনে মামলা করেছে পুলিশ।