চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে ১ হাজার ১৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বটতল ট্যানারি মোড় থেকে আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিবির (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার মো. আলী হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবা বড়ি এনে চট্টগ্রাম নগরীতে বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি কাদের। তাঁর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করা হয়েছে।